নিরাপত্তা জোরদার করতে নওগাঁয় যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর থানা থেকে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথ বাহিনীর এই টহল শুরু হয়।
জানা যায় , চুরি, ছিনতাই, ডাকাতি ও বিশৃঙ্খলা ঠেকাতে আজ রাত সাড়ে ৮টা থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর টহল অব্যাহত থাকবে। এসময় বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশির আওতায় আনা হচ্ছে। এছাড়া সন্দেহ হলে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমরা সন্ধ্যা থেকে বিভিন্ন উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ টহল অভিযান শুরু করা হয়েছে। মানুষ যাতে আস্থা ও বিশ্বাস নিয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে সেটি নিশ্চিত করা হচ্ছে। এছাড়া প্রকৃত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, নওগাঁ ধান-চালের জন্য বিখ্যাত। প্রতিদিন বিভিন্ন ট্রাকে করে ধান-চাল বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এ সময় কেউ অনিরাপদ মনে করলে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে।