1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

কুসুম চরিত্রে প্রশংসিত জয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তার অভিনীত সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ প্রদর্শিত হয়।

উৎসবের প্রধান প্রতিযোগিতায় (বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগ) অংশ নিয়েছে সিনেমাটি। এ বিভাগের একমাত্র বাংলা ভাষার সিনেমা ছিল এটি। উৎসবে উপস্থিত থেকে নিজের সিনেমা দেখেছেন অভিনেত্রী।

 

অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, ‘এত বড় একটি উৎসবে আমার অভিনীত সিনেমা নিয়ে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। অনুভূতি ও অভিজ্ঞতা খুবই ভালো। অনেক দর্শক সিনেমাটি দেখেছেন। তাদের পছন্দ হয়েছে। প্রশংসাও করেছেন।’

 

সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। তিনি বলেন, ‘পুতুল নাচের ইতিকথা আমার একটি পছন্দের উপন্যাস। মানিক বন্দোপাধ্যায়ের এ উপন্যাসটি বহুলপঠিত। সেই গল্পের কুসুম চরিত্রে অভিনয় করাটাও আমার জন্য অনেক পাওয়া। পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি খুব যত্ন করেই বানিয়েছেন।’

এদিকে জয়া এবার প্রথম দেশি ওটিটি কনটেন্টের একটি কাজে যুক্ত হয়েছেন। ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন আশফাক নিপুণ। কিছুদিন আগেই এর শুটিংয়েও অংশ নেন এ অভিনেত্রী।

 

সিরিজটিতে তাকে সরকারি নিম্নপদস্থ একজন কর্মচারীর চরিত্রে দেখা যাবে। এ ছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাগান বিলাস’ শিরোনামে জয়া অভিনীত একটি মিউজিক ভিডিও। এটি থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এ অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট