ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা দিতে গঠিত কমিশন সাত কলেজের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অডিটোরিয়ামে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কমিশনের সদস্যরা, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ও কলেজগুলোর বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন।
সম্প্রতি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব মো. জামাল উদ্দিনের সই করা একটি নোটিশে এসব তথ্য জানা গেছে।
একইসঙ্গে নোটিশে এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কমিশনের সদস্য, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, এই কমিটি সাত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করে মতামত নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
এরপর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।