1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

২৪ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ গুলিবিদ্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩০) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে।

আহতের স্বজনরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। পরে বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করেছেন তারা।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার ও মাদকব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ একাধিক হত্যা ছাড়াও অন্তত ২৪টি মামলা রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ঢাকায় রেফার্ডের আগে রাকিব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীর নাম জানিয়েছেন। সেই নাম ধরে পুলিশ কাজ করছে। আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটাতে পারে। রাকিবের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট