1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

কচুরিপানার নিচ থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, আটক ৩

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় সোহাগ হোসেন রকি (২৩) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৮ জানুয়ারি) রাতে পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের এক খালের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়। রকি উপজেলার পুড়াহদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চৌগাছা ভাস্কর্যের মোড় থেকে চৌগাছা-সলুয়া রোডে গেলে সিংহঝুলী থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে রকির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শনিবার রাত ১টার দিকে উপজেলার পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের পাড়ে শুকনা কচুরিপানার নিচ থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচনামনা গ্রামের সুজন, পুড়াহুদা গ্রামের সোহানুর ও ইছাপুর গ্রামের সজলসহ ৩ জনকে আটক করা হয়।

চৌগাছা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রকি হত্যার ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূল রহস্য খুব শীঘ্রই বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট