1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

মালিকবিহীন আড়াই লাখ ইয়াবা উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে ওই অভিযানে কোনো মালিক বা কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। ওই তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টহল দল কর্তৃক গোপন তৎপরতা এবং নজরদারি বৃদ্ধি করে।

মাদক কারবারিরা অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনের জন্য ব্যবহৃত ভেলাটি ফেলে রাতের আঁধারে এবং ঘন কুয়াশার আড়ালে নদী সাঁতরিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায়। টহল দল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ভেলা হতে দুইটি মাদকভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চটের বস্তার ভেতর থেকে ২৫টি ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়; যার মধ্যে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট