1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

আবারও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে পুলিশের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ ৩২১ সাব-ইনসপেক্টর (এসআই)।  তারা বলছেন, চাকরি পুর্নবিবেচনার বিষয়ে স্বরাষ্ট্রসচিব আশ্বাস দিলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনের তৃতীয়বারের মতো সড়কে অবস্থান নেন আন্দোলনরত এসআইরা। ৬ জানুয়ারি স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনির সঙ্গে চাকরি পুনর্বহালের দাবিতে সাক্ষাত করেছিলেন তারা। ওই সময় স্বরাষ্ট্র সচিব তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।

এর ভিত্তিতে ১২ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেন চাকরিচ্যুত শিক্ষানবিশ এসআইরা। কিন্তু এক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচিতে নেমেছে আন্দোলনরত ৩২১ এসআই।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় বাদ দেয়া হয়। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটা সঠিক ছিল না। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট