সরকার বিনামূল্যে প্রাথমিক স্কুলে বই দিলেও রাজধানীর মিরপুরে টাকার বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার মিরপুর ১ নম্বরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম, ২য় ও ৩য় শ্রেণির বই বিতরণকালে স্কুল প্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায় করা হয়। এই টাকা আদায়ে মিরপুর থানা শিক্ষা অফিসের কর্মকর্তারা জড়িত বলে জানান কয়েকজন শিক্ষক।
মঙ্গলবার সরেজমিন মিরপুর ১ নম্বর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় মিরপুর থানা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে প্রাথমিকের বই বিতরণ চলছে। মিরপুর এলাকার কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই কেন্দ্র থেকে ১ম থেকে ৩য় শ্রেণির বই সংগ্রহ করছেন। একটি কক্ষে গিয়ে দেখা যায় বই বিতরণের জন্য খরচ বাবদ স্কুল প্রতি ৩০০ টাকা করে জমা নিচ্ছেন মিরপুর থানার এক সহকারি শিক্ষা অফিসার (এটিও)। তাকে এই কাজে সহযোগিতা করছেন ১ জন শিক্ষিকা। এই ঘটনার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে রয়েছে।
আদর্শ স্কুলের এক সহকারি শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, আজ দেশব্যাপী সরকারিভাবে প্রাইমারি স্কুলের বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। সরকার বই বিনামূল্যে দিলেও এখানে থানা শিক্ষা অফিসের লোকজনকে ৩০০ টাকা দিয়ে চালান কাটতে হয়। টাকা না দিলে চালান কাটতে দেয়া হয় না। আর চালান জমা না দিলে বই পাওয়া যায় না।
প্রাইম স্কুলের এক শিক্ষক বলেন, আমি ৩০০ টাকা জমা দিয়েছি। এই টাকার কোন রিসিট নাই। এখন বইয়ের জন্য অপেক্ষা করছি।
মিরপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সহ-সভাপতি মান্নান বলেন, মিরপুর থানা শিক্ষা অফিসের অধীনে ছয়শ’র মতো প্রাইমারি স্কুল রয়েছে। প্রত্যেক স্কুল থেকে ৩০০ টাকা করে আদায় করলে দেড় লাখ টাকার বেশি উঠে। এতো টাকা যায় কোথায়। আর সরকার বিনামূল্যে বই দেয়। সরকারি বই নিতে কেন টাকা দিতে হবে। তিনি বলেন প্রতিবছর মিরপুর থানা শিক্ষা অফিসের লোকজন সরকারি বই বিতরণের নামে লাখ লাখ টাকা আদায় করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী থানা শিক্ষা অফিসার (মিরপুর) আফরোজা বলেন এখানে অনেক লোক কাজ করে। আমরা লেবার খরচের জন্য এই টাকা নিচ্ছি।