1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

শেরপুরে সেনাসদস্য হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

শেরপুরে সেনাসদস্য ওয়াসিম হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার ইব্রাহীম মন্ডলের ছেলে মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে নাজিম উদ্দীন (৩৫)।

র‍্যাব ১৪ সিপিসি ১-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, র‍্যাব-১৪ শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকায় গতকাল ভোরে অভিযান চালিয়ে সমেজ উদ্দিনকে ও র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড গোদনাইন এলাকা থেকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় এর আগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট