আওয়ামী সরকারের আমলে বঞ্চিত বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৭৬৪ জন কর্মকর্তার মধ্যে সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার গত সরকারের আমলে ‘বঞ্চিতদের’ পদোন্নতির সিদ্ধান্ত নেয়।