1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

শাপলা চত্বর হত্যাকাণ্ড ও লগি-বৈঠা তাণ্ডবের বিচার হবে: শামীম বিন সাঈদী

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছির শায়েখ শামীম বিন সাঈদী বলেছেন, চট করে আসবেন আর কট করে ধরে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। কোনো সাক্ষীকে আদালত চত্বর বা ট্রাইব্যুনাল থেকে অপহরণ করা হবে না। শাপলা চত্বরে হামলা- খুনের বিচার হবে, লগি-বৈঠার তাণ্ডবে প্রকাশ্য হত্যার বিচার করা হবে। সব আলেম-ওলামা মারা গেলেও কুরআন থাকবে কেয়ামত পর্যন্ত। ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সব বৈষম্য দূর করা হবে। জনগণের ম্যান্ডেট পেলে কুরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে; যা আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল।

 

সোমবার বাদ এশা গাজীপুর মহানগরের ৪১নং ওয়ার্ডে পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পূবাইল আদর্শ কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মোফাচ্ছেরের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চোর-লুটেরা ফ্যাসিস্ট দেশদ্রোহী ভারতীয় রাজাকার ও ভারতীয় দালাল ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে উল্লেখ করে শামীম বিন সাঈদী আরও বলেন, কুরআনের পক্ষে থাকবেন, আল্লাহ আপনার পক্ষে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমের পক্ষের বাংলাদেশ।

 

পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, প্রধান বক্তা ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন- কাপাসিয়া কামড়ামাশক ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জাকারিয়া, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল হক, হারবাইদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মশিউর রাহমান রাজাপুরী।

 

বিশেষ বক্তা ছিলেন- বনানী সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া হুসাইন বিন কবির আজহারী, টঙ্গী দারুল ইসলাম আবাসন মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন।

 

মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা হজরত আলী জুনায়েদ।

 

আরও উপস্থিত ছিলেন- পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আশরাফ আলী কাজল, মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম মৃধা।

 

ইসলামি সংগীত পরিবেশনে ছিলেন রঙ্গন, স্পন্দন ও সুরের আহবান শিল্পীগোষ্ঠীর খ্যাতনামা শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট