1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাক্রোঁর

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

লেবানন থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  শুক্রবার (১৭ জানুয়ারি) লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত লেবানন পুনর্গঠন ও নবগঠিত সরকারকে সহযোগিতার বার্তা দিতে বৈরুত সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (১৭ জানুয়ারি) লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

বৈঠকে লেবননে ইসরাইলি হামলার বিষয়টিও উঠে আসে। এ সময় ম্যাক্রোঁ জানান,  ফ্রান্স চায় লেবানন থেকে দ্রুত সব সেনা প্রত্যাহার করবে ইসরাইল।  লেবাননের সার্বভৌমত্ব রক্ষাকে সমর্থন করেন বলেও আউনকে জানান ফরাসি প্রেসিডেন্ট।

বৈঠকে ফ্রান্স-লেবাননের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন ম্যাক্রোঁ বলেন, লেবাননের নতুন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে পাশে থাকবে ফ্রান্স।

 ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘লেবাননের পশ্চিমে ইসরাইলি বাহিনীর সরে যাওয়ার বিষয়টিকে ত্বরান্বিত করতে হবে। দেশটি থেকে ইসরাইলি বাহিনীর পুরোপুরি সরে যাওয়া প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিতে লেবাননের সেনাবাহিনীর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা প্রয়োজন। এইজন্যই লেবাননের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি ও দেশটির দক্ষিণে সেনা মোতায়েন সমর্থন করি আমরা।’

এদিকে, লেবানন সফরে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। শুক্রবার তিনি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন। বাহিনীটির বেশ কয়েকটি অবস্থান ঘুরে দেখেন গুতেরেস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট