শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শহিদুল ইসলাম, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং প্রক্টর সাব্বির হাসান চৌধুরী।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব মো. ইমাম মেহেদী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।