লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সিএনজি অটোরিকশা মিশুক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গর্ভবতী এক নারীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ অটোরিকশা আটকে রেখে চালককে হয়রানি করে। এতে পুলিশের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাকবিতণ্ডা হয়। এটি হামলার ঘটনা সাজিয়ে ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। এরমধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে, যারা ঘটনার সঙ্গে জড়িত নয়। আগামী রোববারের (১৯ জানুয়ারি) মধ্যে ঘটনাটি মীমাংসা করে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তিসহ মামলা প্রত্যাহারে পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন শমিক নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনের নামে মামলা করা হয়। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।