1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

রোববার মাঠে ফিরে বৃহস্পতিবারই ফের ইনজুরিতে নেইমার

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নেইমারের ইনজুরি নিয়ে খবরটা কিছুটা আঘাতই করতে পারে আপনাকে। এইতো গেল রোববার ৬ সপ্তাহের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন। এরপর বৃহস্পতিবার শুরুর একাদশে ফিরতে আবার ইনজুরি। সেই পুরাতন বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতেই মাঠ ছাড়তে হলো নেইমারকে। 

৫ দিনের ব্যবধানে পুরাতন ইনজুরি ফিরে আসার ধাক্কাটা হয়ত মেনে নিতে পারেননি নেইমার নিজেও। যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে। ৩৩ বছর বয়েসী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন, সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি।

অথচ অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচটা নেইমারের জন্য হতে পারতো উপলক্ষ্যের। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ২৭ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও বসে তার দল। এরপরেই বিপত্তি। প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেয়া। এরপর মাটিতে বসে যাওয়া।

নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার। পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো-মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। কান্নাভেজা চোখে মাঠ ছাড়ার পর সাইডবেঞ্চে আইসপ্যাক নিয়ে বসে ছিলেন নেইমার।

নেইমারের আক্ষেপ হতে পারে একই স্থানে ফের চোটে পড়ার কারণে। এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এই বাঁ উরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

এরপর ফের ইনজুরিতে মাঠের বাইরে। ২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের অক্টোবর মাস থেকে। নেইমারের জন্য আবেগী হয়ে পড়া হয়ত একেবারেই অস্বাভাবিক নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট