1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

মাদারীপুরে হাত বোমায় শাওন উড়ে গেছে পা, দু’গ্রুপের সংঘর্ষ আহত ১৫

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথকস্থানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাতবোমায় শাওন নামে এক যুবকের পা উড়ে গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার রাত ৮টায় সদর উপজেলার কুলপদ্বী ও ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলপদ্বী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাতবোমা ফাটিয়ে রুবেল খাঁর বাড়িঘর ভাঙচুর করে আলিম চোকদার ও তার সমর্থকরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত ৫ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সঙ্গে একই এলাকার সজীব হাওলাদারের। এর জেরে রোববার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের পা উড়ে গেছে। গুরুতর আহত শাওনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এতে আরও ৯ জন আহত হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের অভিযান চলছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট