1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

মাদরাসার দেয়ালে পানি দিতে গিয়ে প্রাণ গেল ইমামের

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেলাল (৩০) নামে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সাঁচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনায় ঘটে।

মো. বেলাল চর গাজী গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি স্থানীয় হানিফ মাওলানা বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হানিফ মাওলানা বাড়ির জামে মসজিদে ইমামতি করে আসছিলেন মো. বেলাল। আজ মঙ্গলবার সকালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে ওই মসজিদ সংলগ্ন আল ইকমা নুরানী ও হাফিজিয়া মাদরাসার ছাদে ওঠে দেয়ালে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে মোটরের তার লিকেজ হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মরা যান।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট