1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

মাজার-বাউল সংগীতের ওপর হামলা নিয়ে ফারুকীর হুঁশিয়ারি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে, সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা টলারেট করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার, এ ব্যাপারে শূন্য সহিষ্ণু।

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, শিল্পকলা অ্যাকাডেমির পক্ষ থেকে প্রতি মাসে অনেক আয়োজন হচ্ছে। কোনো মাসে ৫২, ৭০, ৭৫। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এ মাসে ১২টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি।

আগামী মাসে ২৪টি সাধু মেলা হবে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এটা আমাদের উদ্যোগ। এছাড়া বেসরকারি উদ্যোগে হতেই থাকবে। শিল্প-সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে আরও বেশি পাশে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট