1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

বৃদ্ধার গায়ে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসারে সাহেরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধার ওপর ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দগ্ধ বৃদ্ধা সাহেরুন নেছাকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাসার উপজেলার কমলাপুর গ্রামের অলিউর মুন্সি (৩৩) ও সেফালী বেগম (৪০)।

গত রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডাসার উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদী হয়ে তমিজউদ্দিন সরদারসহ ১২ জনকে আসামি করে ডাসার থানায় মামলাটি দায়ের করেন।

 

দগ্ধ বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার বলেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী তমিজউদ্দিন ও অলিউর মুন্সিসহ তার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার স্ত্রী ও বৃদ্ধা মা ছাড়াতে এলে তাদের ওপর আক্রমণ করে। একপর্যায়ে আমার বৃদ্ধা মায়ের শরীরে কেমিক্যাল মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। এতে আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে চামড়া পুড়ে ঝলসে গেছে। তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আমি দোষীদের সঠিক ও কঠোর বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, এজাহারভুক্ত দুই আসামি অলিউর মুন্সি ও সেফালী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট