1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

ফখরের চোখে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের তিন অস্ত্র

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যেই আসর সামনে রেখে দল ঘোষণার প্রাথমিক পর্ব সেরেছে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮টি দল। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। কোন দলের শক্তির জায়গা কী, দুর্বলতায় বা কী; সে সব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সেই বিশ্লেষণ পর্বে এবার ভারতীয় দল নিয়ে নিজের মতামত জানালেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। জানালেন তার চোখে কারা হতে পারেন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রধান অস্ত্র।

এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে খেলছেন ফখর। চ্যাম্পিয়নস ট্রফিতে এখানেই তার দল পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। কেমন দেখছেন এখানকার উইকেট। চ্যাম্পিয়নস ট্রফিতেই বা কেমন আচরণ করতে পারে উইকেট।

যা নিয়ে ফখর বলেন, ‘সব জায়গায় ফ্ল্যাট উইকেট থাকা সবসময় ভাল জিনিস নয়। বিভিন্ন কন্ডিশনে খেলা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচ বিজয়ী এবং তারা দলের হয়ে খেলে।’

ভারতীয় দলের মূল শক্তির জায়গা কোথায়। চ্যাম্পিয়নস ট্রফিতে কাদের ওপর তাকিয়ে ভারত। যা নিয়ে ফখর বলেন, ‘আমার মতে, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি এবং রোহিত শর্মা আসন্ন টুর্নামেন্টে ভারতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট