আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যেই আসর সামনে রেখে দল ঘোষণার প্রাথমিক পর্ব সেরেছে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮টি দল। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। কোন দলের শক্তির জায়গা কী, দুর্বলতায় বা কী; সে সব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে খেলছেন ফখর। চ্যাম্পিয়নস ট্রফিতে এখানেই তার দল পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। কেমন দেখছেন এখানকার উইকেট। চ্যাম্পিয়নস ট্রফিতেই বা কেমন আচরণ করতে পারে উইকেট।
যা নিয়ে ফখর বলেন, ‘সব জায়গায় ফ্ল্যাট উইকেট থাকা সবসময় ভাল জিনিস নয়। বিভিন্ন কন্ডিশনে খেলা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচ বিজয়ী এবং তারা দলের হয়ে খেলে।’