1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

তিনদিনের সফরে ভোলায় নৌপরিবহন উপদেষ্টা ‘বিগত দিনে যা হয়েছে তা আর হতে দেওয়া হবে না’

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের উপদেষ্টা  ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মানুষের দুর্ভোগ লাঘবে লঞ্চঘাটগুলোকে আধুনিকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাউকে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। বিগত দিনে যা হয়েছে, এখন আর তা হতে দেওয়া হবে না। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে’।

এই সফরে ৫ উপজেলার ৮টি লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করবেন উপদেষ্টা।

দুপুরে দৌলতখান লঞ্চঘাট পরিদর্শন শেষে তজুমদ্দিন উপজেলার বিআইডব্লিউটিপি-১ প্রকল্পের অধীন মেঘনা নদীর পাড়ের ল্যান্ডিং স্টেশন ও লঞ্চঘাট নির্মাণ কাজের পরিদর্শন করেন।

শনিবার দ্বিতীয় দিনে মনুপরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করবেন। পরে হাজিরহাট লঞ্চঘাট পরিদর্শন করবেন এবং ওই এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। পরে চরফ্যাশনের বেতুয়াঘাট পরিদর্শন ও কাজের উদ্বোধন করবেন।

তৃতীয় দিন রোববার ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করবেন। ওই ঘাটে বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক বন্দর ঘাট নির্মাণ কাজ দ্রুত করার তাগিদ দিবেন। এছাড়া হিজলা ও মুলাদী অঞ্চলের দুটি ঘাট পরিদর্শন শেষে ওই দিন দুপুরে ভোলার ইলিশা ঘাট থেকে ফের শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট