প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:০৩ পি.এম
তরুণদের নিয়ে খাল পুনরুদ্ধারে জেলা প্রশাসন
শরীয়তপুর পৌর এলাকায় পালং খাল পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এই কার্যক্রমে স্থানীয় ছাত্রজনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ছাত্ররা খাল পরিষ্কারে নেমে পড়েন। খালের ভেতর থেকে কচুরিপানা ও নোংরা পরিষ্কার করা হচ্ছে, যাতে খালটি পুনরুদ্ধার করে পানির প্রবাহ সচল করা যায়। এই কার্যক্রম চলবে আগামী ১০ দিন।
পালং খালটি শরীয়তপুর শহরের গুরুত্বপূর্ণ একটি জলাশয়, যা দীর্ঘ ১ যুগ ধরে দখল ও দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। খালটির বিভিন্ন অংশে দোকানপাট ও বাসাবাড়ির ময়লা ফেলায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে, যার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্থানীয়রা নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, 'আমরা খালগুলোর দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি, যাতে কৃষি ক্ষেত্রে সমস্যা না হয় এবং খালগুলো আগের মতো সচল হয়।' রোভার স্কাউট সদস্য সানজানা খান বলেন, 'পালং খালটি আমাদের অঞ্চলের কৃষির জন্য গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে এটি ময়লার স্তূপে পরিণত হয়েছে, যা মশা-মাছির উপদ্রব বাড়াচ্ছে।'নদী পরিব্রাজক দলের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান শিপন বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে পালং খাল পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিলাম। আজ জেলা প্রশাসন ও তারুণ্যের উৎসবের মাধ্যমে এটি শুরু হওয়ায় আমরা খুবই খুশি।'
শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, 'খালের সাথে কৃষি ও মানুষের জীবিকা নিবিড়ভাবে সম্পর্কিত। স্থানীয় যুব সমাজকে নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং এটি আগামী ১০ দিন অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত