রাজধানীর ডেমরার কোনাপাড়ার স্টাফ কোয়ার্টার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিদয় খান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নিজেও কাভার্ড ভ্যান চালক ছিলেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে গুরুতর আহত অবস্থায় রিদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল। তিনি বলেন, ডেমরার কোনাপাড়া স্টাফ কোয়ার্টার রাসেল ব্রিজ এলাকায় রাস্তার পাড়ে দাঁড়িয়ে ছিলেন রিদয়। তিনি নিজে পেশায় কাভার্ড ভ্যান চালক ছিলেন। এ সময় দ্রুতগতির আরেকটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এসআই তোফায়েল জানিয়েছেন, রিদয়ের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানা এলাকায়। তিনি ডেমরা থানার শুকুরশি ঢালীপাড়া এলাকায় থাকতেন। তার বাবার নাম ফরহাদ খান। এই ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।