1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলার শিবচরে স্কুলে যাওয়ার পথে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় আহত মো. বাইজিদ হোসাইন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাইজিদের মৃত্যু হয়।

নিহত বাইজিদ উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তারের ছেলে। সে পাঁচ্চরের সাইন প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, বৃহস্পতিবার সকালে অটোরিকশাযোগে বাইজিদকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা মুন্নি। স্কুলের পাশে যাত্রী ছাউনির সামনের রাস্তা পার হওয়ার জন্য পাশেই দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকেরা। সেখানে চিকিৎসাধীন রোববার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ড্রাম ট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এসব ট্রাকের বেশিরভাগ চালক অপ্রাপ্ত বয়স্ক। কোনো রকম ড্রাইভিং লাইসেন্স নেই তাদের। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালান তারা।

শিবচর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট