1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যার পর ফে‌লে রাখা হয় লেবুর বাগা‌নে

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে মু‌দি‌ দোকানিকে গলাকেটে হত্যার পর মর‌দেহ এক‌টি লেবুর বাগা‌নে ফে‌লে রে‌খে‌ছে দুর্বৃত্তরা। নিহত আব্দুস সালাম মিয়া (৪৮) উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

বৃহস্প‌তিবার (২৩ জানুয়া‌রি) সকা‌লে উপ‌জেলার চকচকিয়া শ্রীপুর গ্রা‌ম থেকে ব্যবসায়ীর মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। নিহত সালাম হাসানগঞ্জ চকচ‌কিয়া বাজা‌রে মু‌দির দোকান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালাম মিয়া বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার গলাকাটা মর‌দেহ দেখতে পায়।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের বা‌ড়ির লেবু বাগানে তার জবাই করা মর‌দেহ পাই। সহজ-সরল মানুষটা‌কে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জাকির হোসেন বলেন, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট