1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

চতুর্থ স্ত্রীর মামলায় প্রবাসী আ.লীগ নেত্রীর বাসা থেকে গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে জাহাঙ্গীর কবির ওরফে মাহাবুবুর রহমান (৬৫) নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৌর শহরের করভবন এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ নেত্রী জাকিয়া সুলতানার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাহাঙ্গীর কবির ওরফে মাহাবুবুর রহমান বরিশাল নগরীর আলেকান্দার কালুসা সড়ক এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, চতুর্থ স্ত্রীর করা যৌতুক ও প্রতারণা মামলায় ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে পরোয়ানার জেরেই তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী ও জাহাঙ্গীরের চতুর্থ স্ত্রী রাবেয়া বেগম জানান, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। কিছুদিন পর ব্যবসার জন্য তার কাছে তিন লাখ টাকা চান জাহাঙ্গীর।এই টাকা দিতে আপত্তি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বন্ধ করে দেওয়া হয়  ভরণপোষণও। পরে আমেরিকায় পাড়ি জমান জাহাঙ্গীর।

রাবেয়া বেগম বলেন, ‘জাহাঙ্গীর প্রতারণা করে আমাকে বিয়ে করেছেন। আমার আগে তিনি তিনটি বিয়ে করেছিলেন। যৌতুকের জন্য আমার ওপর নির্যাতন চালায়। প্রতারণা ও নির্যাতনের জেরে ২০২৪ সালের ৩ নভেম্বর আমি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। ওই মামলায় গত বছরের ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট