গাজীপুরে শ্রমিকদের আন্দোলনকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় কাশিমপুর থানায় আরও দুটি মামলা করা হয়েছে। এ নিয়ে একই দিনে ৩টি মামলা দায়ের করা হলো। এসব মামলায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বুধবার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর, একটি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করে। তারা স্থানীয় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনার মধ্যে গ্রামীণ ফেব্রিক্স কারখানার পক্ষ থেকে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. তরিকুল ইসলাম।
পরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২-৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বাসের মালিক হাবিবুল্লাহ আকন্দ। এ মামলায় শুক্রবার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়াও পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় অজ্ঞাত ৪-৫ হাজার জনকে আসামি করে শিল্প পুলিশের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে একই থানায় আরও একটি মামলা করেন।
তিনি আরও বলেন, গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার মামলায় শুক্রবার আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে ১০ জনের ৫ দিন করে রিমান্ড চেয়ে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়। রোববার তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে এ মামলায় বৃহস্পতিবার বিকালে দুই শ্রমিক নেতাসহ ৪ জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ওই ৪ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।