1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

ক্রাইস্টচার্চ টেস্ট: কার্সের কীর্তিতে কিউইদের হারিয়ে সিরিজে লিড নিলো ইংল্যান্ড

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

ক্রো-থর্প ট্রফির প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ইংলিশরা। রোববার (১ ডিসেম্বর) হ্যাগলি ওভালে ম্যাচের চতুর্থ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে।

৬ উইকেটে ১৫৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের অপরাজিত ব্যাটার এদিন আউট হন ৮৪ রান করে। ব্রাইডন কার্সের সুবাদে আর কেউই বলার মত স্কোর করতে না পারলে কিউইদের দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানে। টার্গেট দাড়ায় মাত্র ১০৪ রানের।

ম্যাচ হেরে বিষন্ন কিউই শিবির।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে জ্যাক ক্রাউলির উইকেট হারায় বাজবলের ইংল্যান্ড। দলীয় ৫৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন বেন ডাকেট। ১৮ বলে ২৭ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর দুই অপরাজিত ব্যাটার জ্যাকব বেথেলের ৫০ ও জো রুটের ২৩ রানে রেকর্ড জয় পায় ইংল্যান্ড। ৪২ রানে ৬ উইকেট নেন কার্স। তৃতীয় টেস্ট খেলতে নামা এই পেসার ১০৬ রানের খরচায় ম্যাচে তুলে নেন ১০ উইকেট। দীর্ঘ ১৬ বছর পর অ্যাওয়ে ম্যাচে কোনো ইংলিশ পেসার ১০ উইকেটের স্বাদ পেলেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট