1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ৪

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মধু মিয়া (৩৮)। তিনি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কামারছড়া চা বাগানের অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর বাগবিতণ্ডা হয়।একপর্যায়ে মধু মিয়ার হামলা চালায় তারা। দিলিপ, রিপনসহ তাদের সঙ্গে থাকা বেশ কয়েকজন মধু মিয়াকে ছুরি দিয়ে কোপায় তারা। এতে ঘটনাস্থলে মারা যায় এ যুবক।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী বলেন, ‘দিলিপ কৈরি, রিপন কৈরি, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদী মামলা করবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট