1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

ইয়েমেনের হোদেইদা বন্দরে সন্দেহভাজন মার্কিন হামলা: নিহত ২, আহত ১৩

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছেন, মঙ্গলবার রাতে ইয়েমেনের রেড সি উপকূলীয় বন্দর শহর হোদেইদার আশপাশে চালানো সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

হুথি গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি হোদেইদার আল-হাওয়াক জেলায় সংঘটিত হয়েছে, যেখানে শহরের বিমানবন্দর অবস্থিত। এই বিমানবন্দর ব্যবহার করেই হুথিরা অতীতে রেড সাগরের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

হুথিদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইল-হামাস যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া মার্কিন বিমান হামলা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৫ জন নিহত হয়েছে।

হুথি পরিচালিত আল-মাসিরাহ স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা মোবাইলের আলো ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন।

ফুটেজে লক্ষ্য করা যায়, হামলাটি একটি আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা বিদ্রোহী নেতাদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ‘ডিক্যাপিটেশন ক্যাম্পেইনের’ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর বাইরে উত্তর ইয়েমেনের আমরান প্রদেশেও কয়েকটি হামলা হয়েছে বলে জানিয়েছে হুথিরা। সেখানে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগেও আমরানে অবস্থিত ‘জাবাল আসওয়াদ’ (কালো পর্বত) এলাকায় মার্কিন বাহিনী একই ধরনের সরঞ্জামে হামলা চালিয়েছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), যারা মার্কিন সামরিক অভিযান তদারকি করে, এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।  তবে মার্চের ১৫ তারিখ থেকে শুরু হওয়া অভিযানের পর হোয়াইট হাউস থেকে সরাসরি অনুমতি থাকায় তারা এখন নিজেরা সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে—এটি সেই নীতিরই অংশ বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট